Home নাটোর সদর হরতালে বাস শূন্য মহাসড়ক, লাঠি-সোটা নিয়ে আ’লীগের অবস্থান

হরতালে বাস শূন্য মহাসড়ক, লাঠি-সোটা নিয়ে আ’লীগের অবস্থান

119
0

বিএনপি-জামায়াতের হরতালে নাটোরের মহাসড়ক বাস শূন্য হয়ে পড়েছে। তবে জেলা বাস মিনিবাস মালিক সমিতির দাবি- যাত্রী না থাকায় জেলা থেকে বাস ছেড়ে যাচ্ছে না।

অপরদিকে, (২৯ অক্টোবর) রোববার ভোর থেকে শহরে হরতালের সমর্থনে বিএনপির মিছিল, পিকেটিং বা এর সমর্থনে কোথাও কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সমর্থকদের লাঠিসোটা, হকিস্টিক নিয়ে অবস্থান করতে দেখা গিয়েছে।

এভাবে হরতালের মাঠে দাঁপিয়ে বেড়ান এমপি শিমুল সমর্থকরা।

সেই সাথে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান ও মহাসড়কে র ্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়।

সরেজমিনে শহরের বনবেলঘড়িয়া বাইপাস, তেবাড়িয়া মোড়, হরিশপুর বাইপাস, মাদ্রাসা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও আলাইপুরে ঘুরে হরতালের সমর্থনে বিএনপির কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি। এমনকি আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ও তালাবদ্ধ থাকতে দেখা গেছে। অন্যদিকে হরতালের বিরুদ্ধে সকাল থেকে শক্ত অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থকদের।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা এদিন সকাল থেকে লাঠিসোটা, হকিস্টিক ও অন্যান্য অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের মোটরসাইকেলে সোডাউন দিতে দেখা যায়। এসময় তারা বিএনপি ও হরতাল বিরোধী স্লোগান দেন।

অন্যদিকে দুপুর ১২ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র ঊমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান সোনার প্রমুখ।

এভাবে হরতালের মাঠে অবস্থান নেয় আ’লীগ কর্মীরা।

এদিকে সকাল থেকে শহরে অটোরিক্সা ও সিএনজি চললেও মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। সকালে নাটোর থেকে কয়েকটি বাস ছেড়ে গেলেও যাত্রী অভাবে সকাল ১০ টার পরে আর কোনো বাস ছেড়ে যায়নি।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, সকাল থেকে ৩ টি গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন যাত্রী নেই তাই গাড়ি যাচ্ছে না। তিনি বলেন অন্যান্য দিনের তুলনায় আজ ৮০% যাত্রী কম।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকার দমন পীড়ন, অত্যাচার, গ্রেপ্তার, হত্যার মাধ্যমে টিকে থাকতে চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরাচার এভাবে টিকে থাকতে পারেনি। তিনি বলেন, আজকে সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে বলেছি। আওয়ামী লীগের দখলে নাটোরের রাজপথ ছিল এবং থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) গনমাধ্যমেকে জানান, অপ্রীতিকর ঘটনা রুখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকেও পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।

Previous articleনাটোরে বিএনপির আফতাব’ কে গুলি (ভিডিও সহ)
Next articleরাজশাহীতে চেম্বার করে বাড়ি ফেরার পথে চিকিৎসক’কে হত্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here