Home নলডাঙ্গা হালতিবিলে দুই হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধবংস

হালতিবিলে দুই হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধবংস

574
0
অবৈধ সুঁতি জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১ হাজার মিটার বাধাই জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার হালতিবিলের বাঁশিলা এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত কারেন্ট ও বাদাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার হালতিবিলে অবৈধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ শিকার করছে এমন অভিযোগে নাটোর সদর ও নলডাঙ্গার এসিল্যান্ড আবু হাসান নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাধনগর ইউনিয়নের বাঁশিলা এলাকার একটি নৌকা আটক করা হয়। মানবিক কারণে নৌকাটি ছেড়ে দেয়া হয়। পরে উপজেলা চত্বরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাটোর সদর ও নলডাঙ্গা এসিল্যান্ড আবু হাসান, মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

Previous articleআম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু
Next article২০১৭সালকে ছাড়িয়ে যেতে পারে সিংড়ার বন্যা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here