Home বিবিধ হালতিবিলে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

হালতিবিলে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

397
0

নিজস্ব প্রতিবেদক
নাটোরের হালতিবিলে পেতে রাখা মাছ ধরার জাল তুলতে গিয়ে পানিতে ডুবে গিয়ে শাহিদা বেগম (২৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলার আচঁরাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহিদা বেগম ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্বামী মুক্তার হোসেন বাড়ির পাশে হালতিবিলে মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলে রেখে আহসানগঞ্জ হাটে যান।

দুপুরের দিকে তার স্ত্রী শাহিদা বেগম ওই জাল তুলতে পানিতে নামেন। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যান শাহিদা। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Previous articleসিংড়ায় স্বামীর লিঙ্গ কেটে দিলেন স্ত্রী
Next articleলালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, দুইলক্ষ টাকা জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here