Home শিরোনাম হাসপাতালের সেই কর্মচারীর সাথে ঠিকাদারের কোলা-কুলি করে মিমাংসা!

হাসপাতালের সেই কর্মচারীর সাথে ঠিকাদারের কোলা-কুলি করে মিমাংসা!

324
0
ফলোআপ নিউজ

নিজস্ব প্রতিবেদক:
৭০লাখ টাকার টেন্ডার না পাওয়ার কারণে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শহিদুল ইসলামকে মারপিটের ঘটনায় কোলা-কুলি করে বিষয়টি মিমাংসা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহার কক্ষে এই মিমাংসা করা হয়।

এসময় নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল ইসলাম, ডা. রতন কুমার সাহা, ঠিকাদার ইমদাদুল হক হীরা, হাসপাতালের প্রধান সহকারী শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগি শহিদুল ইসলাম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে বসে ঠিকাদার ইমদাদুল হক হীরার সাথে কোলা-কুলি করে মিমাংসা করে দেয়।

আক্ষেপ করে শহিদুল ইসলাম বলেন, মারও খেলাম, মিমাংসাও হলাম। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে পারবো না, তাই মিমাংসা করতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, ৭০লাখ টাকার টেন্ডার না পাওয়ার কারণে নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শহিদুল ইসলামকে মারপিট করে ঠিকাদারে এমদাদুল হক হীরা। মঙ্গলবার দুপুরে নাটোর সিভিল সার্জনের কার্যালয়ে হাসপাতালের কর্মচারী শহিদুল ইসলামকে তিনি মারপিট করেন। এসময় শহিদুল ইসলামে মোবাইল ফোন এবং চাবী কেড়ে নেয় ঠিকাদার হীরা।

পরে শহিদুল ইসলামের সাথে ঠিকাদার হীরার মিমাংসা করে দিতে মড়িয়া হয়ে উঠে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অবশেষে বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যস্ততায় কোলা-কুলি করে মিমাংসা করে দেওয়া হয়। এই নিয়ে নাটোরের অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ ‘ ৭০ লাখ টাকার টেন্ডার না পেয়ে হাসপাতালের কর্মচারীকে পেটালেন ঠিকাদার’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

৭০লাখ টাকার টেন্ডার না পেয়ে হাসপাতালের কর্মচারীকে পেটালেন ঠিকাদার

Previous articleনলডাঙ্গায় ২৫১টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ
Next article১টাকা ১৮ পয়সা কেজিতে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেনে আম যাবে ঢাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here