
নিজস্ব প্রতিবেদক:
সিংড়া উপজেলার সুকাশ ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীকের মাইক ভাংচুর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে সুকাশ ইউনিয়নের বলবলা নামক স্থানে হেলমেট পরিহিত ৪ জন অপরিচিত ব্যক্তি এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এসময় একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এবিষয়ে সন্ধ্যায় সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আশীক ইকবাল। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ডিসেম্বর) সুকাশ ইউনিয়নের বলবলা নামক স্থানে হেলমেট পরিহিত ৪ জন ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইক-ব্যাটারি ভাংচুর করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কাউকে না পেয়ে ভাংচুর মাইক সেট উদ্ধার করে।
সুকাশ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আশীক ইকবাল বলেন, নৌকার প্রার্থী ও তার কর্মীরা প্রতিনিয়তই তাকে হুমকি দিচ্ছেন। ঘর থেকে বের হতে দিচ্ছেন না। নৌকা ছাড়া কোন প্রচারণা চলবে না বলে শাসন-গর্জন করছে নৌকার কর্মীরা।
সুকাশ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি থানায় অবগত করা হয়েছে।
