
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দু’বছর ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন চাচা তো ভাই বোন। এরই মধ্যে চাচাতো ভাইয়ের বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন তারা দু’জন। ফলাফল অন্ত:সত্ত্বা হয়ে পড়েছেন ১৩বছরের কিশোরী।
এমন এক ঘটনা ঘটেছে বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকায়। বিষয়টি উভয় পরিবার গোপনে রাখলেও মেয়ের পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলেও বিয়ে করছে না ছেলেটি। ফলে বাধ্য হয়ে স্থানীয় পুলিশের দারস্ত হয়েছেন পরিবারটি।
অন্ত:সত্বা কিশোরী জানান, চাচাতো ভাই তাহমিদ হাসান সোহাগ (২০) এর সাথে তার দু’বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সুযোগ পেলেই সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। এরই এক পর্যায়ে অন্তঃস্বত্বা হয়ে পড়েন ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী।
পরে বিয়ের জন্য সোহাগকে চাপ প্রয়োগ করলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সোহাগ। এনিয়ে ভুক্তভোগির পরিবার স্থানীয় পুলিশের কাছে দারস্ত হয়েছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, মৌখিকভাবে ভাবে বিষয়টি আমি শুনেছি। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
