Home গুরুদাসপুর ১৫ আগষ্ট উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের খাওয়ালে চেয়ারম্যান লাবু

১৫ আগষ্ট উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের খাওয়ালে চেয়ারম্যান লাবু

225
0
১৫ আগষ্ট উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের খাওয়ালে চেয়ারম্যান লাবু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬০ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু।

শনিবার দুপুরে নাজিরপুর বৃ-কাশো প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবুর ব্যক্তিগত তহবিল থেকে ওই খাবারের ব্যবস্থা করা হয়।

নাজিরপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের প্রতি চেয়ারম্যানের অসিম ভালোবাসা প্রদর্শন এটি। তিনি ২০১৭ সাল থেকে আগষ্ট মাসে বঙ্গবন্ধুরসহ ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত এর জন্য একদিন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নত মানের খাবারের ব্যবস্থা করে থাকেন।

চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি অসীম ভালোবাসা থেকেই প্রতিবছরের ন্যায় এবারও আমি এই প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। কারন তারা সমাজের কাছে এখনো অবহেলার শিকার। প্রতিবন্ধী শিশুরা একটু সহযোগিতা ও উৎসাহ পেলে তারাও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। চেয়ারম্যান লাবু বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

Previous articleসাদিয়া হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
Next articleনলডাঙ্গায় করোনা আক্রান্ত রোগীর বাড়িতে “জয় পরিষদের উপহার”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here