Home শিরোনাম ১৭ভোটে এগিয়ে কলমের চেয়ারম্যান প্রার্থী নাসির

১৭ভোটে এগিয়ে কলমের চেয়ারম্যান প্রার্থী নাসির

883
0
ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনায় তিনটি কেন্দ্রে নৌকা মনোনিত প্রার্থী নাসির উদ্দিন ১৭ভোটে এগিয়ে রয়েছেন।

আগামী ২৪সেপ্টেম্বর ওই ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওর্য়াডের ভোট গণণা হবে।

পরাজিত আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাসির উদ্দিনের করা মামলায় রবিবার তিনটি কেন্দ্রের ভোট পুর্নগণনা করা হয়।

নির্বাচন ট্রাইব্যুনালে করা মামলায় রবিবার বিচারক শারমিন খাতুনের উপস্থিতিতে ভোট পুর্নগণনা করা হয়।

আদালত সূত্র জানায়, গত বছর সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়াই হয় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাসির উদ্দিনের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্রোহি প্রার্থী মইনুল হক চুন্নুর সাথে। সে সময় নানা নাটকিয়তার পর ৭ভোটে নাসির উদ্দিনকে পরাজিত দেখিয়ে চেয়ারম্যান ঘোষণা করা হয় চুন্নুকে।

পরবর্তীতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাসির উদ্দিন গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে ভোট কারচুপি করে তাকে জোর করে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবিষয়ে আদালতে মামলাও করেন তিনি।

পরবর্তীতে সে মামলার প্রেক্ষিতে রবিবার আদালত ওই ইউনিয়নের নাছিয়ার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহেশচন্দ্রপুর দাখিল মাদ্রাসা এবং পারশাঐল উলুম মাদ্রাসা, এই তিন কেন্দ্রের ভোট পুর্ণগণনা করেন। গণনায় ১৭ভোটে এগিয়ে রয়েছে নাসির উদ্দিন।

আগামী ২৪সেপ্টেম্বর ওই ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওর্য়াডের ভোট গণনা হবে। এতে পরিস্কার হয়ে যাবে নির্বাচনী ফলাফল।

Previous articleসিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Next articleকথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here