Home সংবাদ সারাদেশ ২হাজার ছাড়লো রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা

২হাজার ছাড়লো রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা

352
0
করোনা ভাইরাস

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ২জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এনিয়ে বিভাগটিতে মোট প্রাণহনির সংখ্যা দাড়ালো ২৬জন। এদিকে একই সময়ে আরো ১০৮ জনের নমুনায় করোনা মিলেছে। বিভাগে শুক্রবার সকাল পর্যন্ত শনাক্তকৃত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৯৯জন।

শুক্রবার (১২ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ৯৯জন। এর মধ্যে মারাগেছেন ২৬ জন। এছাড়া ২৪ ঘন্টায় ২৫ জনসহ মোট সুস্থ্য ৪৬৪ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৭১ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭৬ ও রাজশাহীতে ১২ ও পাবনায় ১৬ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১১০৯ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২১৪ জন। ১৭৭ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে পাবনা।

এছাড়া রাজশাহী জেলায় ১১৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নাটোরে ৭৮ জন, সিরাজগঞ্জ ১৬৩ ও নওগাঁয় ১৬৩ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Previous articleফ্রন্ট লাইনার যোদ্ধাদের স্বরণ করলো উত্তরা গণভবনের কর্মচারীরা
Next articleঅনুমতি না নিয়েই সরকারী জমির গাছ কর্তন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here