
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা, নাতি সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ বিকেল চারটার দিকে ডেবরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৩জন হলেন, বিরোপাড়া গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুলের ছোলে সোহাগ (৩৫) এবং সোহাগের ছেলে ইভান (৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুল ইসলাম জানান, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী লোকাল বাস জিএম ট্রাভেলস এর সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সোহাগ এবং ইভান নামে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা শহিদুল ইসলাম নামে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এসময় খবর পেয়ে লালপুর থানা পুলিশ বাসটিকে জব্দ করেছে। নিহত তিনজনের বাড়ি উপজেলার বিরোপাড়া গ্রামে।
