
নিজস্ব প্রতিবেদক:
টিকটকে ভিডিও বানানোর অপরাধে নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বহিস্কারের জেরে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাপক ভাংচুর চালিয়েছে ওই স্কুলে।
এসময় বিক্ষুদ্ধরা স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির আহবায়কের অপসারণ দাবি করেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ সহকারে স্কুলে প্রবেশ করলে স্কুলে থাকা শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ শিক্ষার্থী বেলি খাতুন,রায়হান মিয়া ও নাহিদ হোসেন টিকটকে কমেডি ভিডিও তৈরী করে ইন্টারনেটে আপলোড করে।
এ ঘটনায় ম্যানেজিং কমিটির আহবায়ক বুলবুল আহমেদেও প্রধান শিক্ষক আনিছুর রহমান ক্ষুদ্ধ হয়ে শনিববার ওই ৩ শিক্ষার্থীকে বহিস্কার করে।
