নাটোর: সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ সহ ৬ধরনের ফসলের উৎপাদন বাড়াতে নাটোরে সিংড়ায় কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদ্প্তরের আয়োজনে স্থানীয় হলরুমে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ, মৎস্য অফিসার শাহাদৎ হোসেন সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় প্রায় ৫হাজার কৃষককে এই প্রনোদনা দেওয়া হয়।
এজন্য প্রতিটি কৃষক সরিষার বীজ ১কেজি, গম ২০কেজি, চিনা বাদাম ১০কেজি, মসুর ডাল ৫কেজি এবং খেসারী ডালের ৮কেজি করে বীজ এবং ১০কেজি করে পান। দিন দিন সরিষা, গম, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ সহ ৬ধরনের ফসল উৎপাদন কমে আসায় কৃষকদের উদ্বুদ্ধ করতে এই প্রনোদনা প্রদান করা হয় বলে জানান কৃষি অফিসার খন্দকার ফরিদ।
সজাগ নিউজ । নাটোরের অনলাইন
