Home শিরোনাম ৮বছর পর ‘নৌকা ‌মঞ্চে’ সিংড়া আ’লীগের সম্মেলন : উজ্জীবিত নেতা-কর্মীরা

৮বছর পর ‘নৌকা ‌মঞ্চে’ সিংড়া আ’লীগের সম্মেলন : উজ্জীবিত নেতা-কর্মীরা

163
0
নৌকা মঞ্চে সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আট বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সিংড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে এখন সিংড়া চলছে সাজসাজ রব। উজ্জীবিত হয়ে উঠেছে নেতা-কর্মীরা। এরই মধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে এবারের সম্মেলনের বিশেষ আর্কষণ আওয়ামীলীগের প্রতীক নৌকা। বিশাল আকৃতির এই নৌকা মঞ্চেই হবে এবারের সম্মেলন।

দলটির সূত্র জানায়, ২০১৩সালের ৫জানুয়ারী সবশেষ সিংড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আটবছর পর আগামীকাল (১৭ নভেম্বর) সিংড়া কোর্ট মাঠে সম্মেলন অনুষ্ঠানের সকল আয়োজন চলছে। নৌকা সাদৃশ্য মঞ্চ নির্মান করা হয়েছে। ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর- বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে শোভাপাচ্ছে তোড়ন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এছাড়া উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আকতার জাহান, মেরিনা জাহান এমপি।

সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ। আহবানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রথম অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতাজ বেগম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনের মাধ্যমেই নেতা-কর্মীরা আগামী দিনে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

Previous articleনাটোরে দুর্বৃত্তদের হামলায় ডেকোরেটর কর্মির মৃত্যু
Next article৮বছর পর সিংড়া আ’লীগের সম্মেলন শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here