Home শিরোনাম ৮বছর পর সিংড়া আ’লীগের সম্মেলন শুরু

৮বছর পর সিংড়া আ’লীগের সম্মেলন শুরু

196
0

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিংড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সকাল ৯টায় সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে এই সম্মেলন শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।

তবে এবারের সম্মেলনের বিশেষ আর্কষণ আওয়ামীলীগের প্রতীক নৌকা। বিশাল আকৃতির এই নৌকা মঞ্চেই হচ্ছে এবারের সম্মেলন।

দলটির সূত্র জানায়, ২০১৩সালের ৫জানুয়ারী সবশেষ সিংড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

আটবছর পর (১৭ নভেম্বর) সিংড়া কোর্ট মাঠে নৌকা সাদৃশ্য মঞ্চে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, আজকের সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেখিয়ে দিতে হবে, সিংড়া আওয়ামীলীগ কতটা শক্তিশালী।

Previous article৮বছর পর ‘নৌকা ‌মঞ্চে’ সিংড়া আ’লীগের সম্মেলন : উজ্জীবিত নেতা-কর্মীরা
Next articleসিংড়ায় আ’লীগের সভাপতি ওহিদুর, সম্পাদক ফেরদৌস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here