
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
৮ মাসের শিশু সন্তান তাহা কে বাড়ি রেখে হাফসা বেগম (২১) ও তার স্বামী মিলন মোটরসাইকেল নিয়ে মিলনের খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার রামেস্সরপুর মোড়েে কুকুরের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা লাতে। এতে ঘটনাস্থলেই মারা যায় হাফসা বেগম। আহত স্বামী মিলনকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে ৮ মাসের শিশু সন্তান তাহা জানেনা তার মা আর বাড়িতে ফিরে আসবেনা। ৮মাসের শিশু সন্তান আর কোন মায়ের মুখ দেখতে পাবেনা। এমন মর্মান্তিক ঘটনা সবাইকে নাড়া দিচ্ছে। নিহত হাফসাা বেগম বাগাতিপাড়া উপজেলার মাসিমপুর মহল্লার আলাউদ্দিন আলীর পুত্র বধু ও মিলনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়,শুক্রবার দুপুরে ৮ মাসের শিশু সন্তান তাহা কে বাড়িতে স্বজনদের কাছে রেখে মিলন তার স্ত্রী হাফসা বেগমকে নিয়ে মোটর সাইকেল যোগে মিলনের খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার রামেস্সর পুর মোড়েে কুকুরের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাফসা মারা যায়। আহত স্বামী মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।
