
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার চলনবিলে নৌবিহারে এসে রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া শিশু সহ ৪০ দর্শনার্থীদের উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নওগাঁ জেলার আত্রাই থেকে ৫জন শিশু সহ ৪০জন পর্যটক চলনবিলের সিংড়া এবং গুরুদাসপুরের বিলসায় নৌবিহারে আসে। নৌবিহারে থাকা পর্যটকরা রাত সাড়ে ১০টার দিকে নৌকাযোগে আত্রাইয়ের উদ্যোশে রওনা দেয়। কিন্তু চলনবিল উত্তাল থাকায় তারা পথ হারিয়ে ফেলে।
পরে দর্শনার্থীরা জাতীয় হেল্প লাইন ৯৯৯ ফোন করে বিষয়টি অবগত করে। পরে ৯৯৯ কর্তৃপক্ষ নাটোর জেলা পুলিশকে জানালে পুলিশ ৫টি টিম নিয়ে অভিযান পরিচালনা করে। পরে ভোররাতে তাদের চলনবিলের যোগেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার করে। এতে করে প্রাণে বেঁচে যায় ৪০জন দর্শনার্থী।
দর্শনার্থী পিয়াস সরকার বলেন, চলনবিল এলাকাতে বৃষ্টি হচ্ছিল । সাঁ সাঁ শব্দ হচ্ছিল । বড় বড় পানির ঢেউ, কোথাও কোন বাড়ি ঘর নেই, নেই কোন আলো, জীবন ঝুঁকির সম্মুখে, নেই কোন দিক, ভেবেই নিয়েছিলাম এ বিপদ কাটিয়ে উঠতে পারবো না। পরে “৯৯৯” ফোন দিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলি। পরে রাতেই পুলিশ আমাদের উদ্ধার করে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আধুনিক প্রযুক্তি ও এলআইসি, ঢাকার সহায়তায় কলকৃত ব্যক্তির অবস্থান জানা যায় সিংড়া থানাধীন বিলদহর এলাকায় । সেখানে গিয়েও তাদের পাওয়া যায় না । পুনরায় রাত ১টা ৪৬মিনিটে গুরুদাসপুর থানার যোগেন্দ্রনগর স্থান থেকে পুলিশের ৫টি টিম তাদের উদ্ধার করে।
