
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
ব্র্যাক ইউনিভার্সিটির রোবটিক্স ক্লাব আয়োজিত ‘ন্যাশনাল প্রোগ্রাম ট্র্যাকশন-২০২০’ প্রতিযোগিতায় নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর শিক্ষার্থী আইডিয়া টপ টেন ফিচারড এবং প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে ব্র্যাক ইউনিভার্সিটির তিন দিন ব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ নেয়।
প্রতিযোগিতায় বাউয়েটের সিএসই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী তাহমিনা তাহরিম, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া জামান এবং তাসনিম তাহরিমা ‘ট্র্যাকথন হ্যাকাথন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম রানার আপ হন এবং একই বিভাগের এআরভিআর এবং টেক ডেকোডার টিম এর আসিফ ইকবাল, সাকিব মাহমুদ এবং সামরান রহমান আইডিয়া কনটেস্ট প্রতিযোগিতায় টপ টেন ফিচারড হওয়ার গৌরব অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মোঃ মঞ্জুরুল আলম মাসুম
