human chain

ট্রেন চালু না হলে উত্তরবঙ্গ থেকে ঢাকায় রেল যোগাযোগ বন্ধের হুশিয়ারি

নাটোর: দীর্ঘ একবছর ধরে বন্ধ থাকা পার্বতীপুর-রাজশাহী রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসীরা। ট্রেনটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ।

আজ দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি সংগঠণের আয়োজনে নলডাঙ্গা রেল স্টেশনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা,প্রধান উপদেষ্টা ও রেলওয়ের মহাপরিচালক কে উদ্দেশ্য করে বক্তরা বলেন,১ জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু না হলে-উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হব এবং উপজেলা প্রতিটি স্টেশনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে বক্তরা আরও বলেন,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারনে চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে,অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন,আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি,অধ্যাপক জিয়াউল হক জিয়া,নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী-সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম মোঃ সমসের আলী,নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি,লতিফুর রহমান,সাবেক সেনা সদস্য মোঃ মুনছুর রহমান,নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামানিক,ছাত্র মহাইমিনুল হকসহ প্রমূখ।

Check Also

লালপুর

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর লালপুরের ইসলাম হোসেন (৫০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আরিফ(২৪) নামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *