থার্টিফাস্ট নাইটে পিকনিক করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

 থার্টিফাস্ট নাইটে বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে নাটোরের বড়াইগ্রামে তিন তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

পরিবার ও এলাকাবাসী জানায়,বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক গতরাতে থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য সরদারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়।

এসময় মোবাইল দেখতে দেখতে ছাদ পারাপারের সময় নিচে পড়ে যায় ইশতিয়াক।দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।

Check Also

দেশের সব শেষ অঞ্চল হিসেবে পাক বাহিনী মুক্ত হয় ‘নাটোর’

আজ নাটোর মুক্ত দিবস। স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয়ের পাঁচ দিন পর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *