নাটোরে চুরি হওয়া ১৬০বস্তা চালসহ ট্রাক উদ্ধার: গ্রেফতার ১

নাটোরের বড়াইগ্রামে প্রতারণার মাধ্যমে চুরি করা ১৬০ বস্তা চালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এসময় সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে নাটোর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার আসামি লিটন প্যাদা আরিফ (৪৫), সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্বপাড় ডাকুয়া এলাকার আজাহার প্যাদার ছেলে।

পুলিশ জানান, গত ২৪ এপ্রিল বড়াইগ্রাম উপজেলার গাজী অটো রাইস মিলের মালিক মাহবুবুর রহমানের কাছে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক চাল ব্যবসায়ী পরিচয়ে চাল ক্রয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে গত ৩০ এপ্রিল রাতে মিল মালিক ৫০ কেজির ২৭০ বস্তা চাল গাড়িযোগে ঢাকায় পাঠিয়ে দেন। পরে রাত ১১টার দিকে প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের রাস্তার পাশে অন্য একটি ট্রাকে ওই চালের বস্তাগুলো নামিয়ে নেয়।

পরে অটো রাইস মিলের মালিক মাহবুবর রহমান ঢাকার চাল ব্যবসায়ী পরিচয় প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পান। পরে মিল মালিক মাহবুবুর রহমান বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরবর্তীতে নাটোর জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি হওয়া ২৭০বস্তার মধ্যে ১৬০ বস্তা চাল সহ ট্রাকটি উদ্ধার উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, আমরা গ্রেফতার আসামির মাধ্যমে জানতে পেরেছি, এ ঘটনার সঙ্গে আরও একজন জড়িত রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *