নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী সহ দু’জন নিহত হয়েছে। রবিবার দুপুরে নাটোর সদরের দিঘাপতিয়া এলাকায় এবং লালপুর উপজেলার তিলকপুর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, নাটোর শহরের হুরুম চৌধুরির ছেলে মজনু চৌধুরি এবং অপরজন লালপুর উপজেলার তিলকপুর এলাকার রনজিত মোল্লার ছেলে আব্দুল হান্নান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রবিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের উত্তরা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল নিয়ে মজনু চৌধুরি ইটার্ন নিচ্ছিলেন।
এসময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা মজনু চৌধুরিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে, জেলার লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এসময় মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।