প্রাণে বাঁচলো, ট্রেণ যাত্রীরা!

নাটোর লালপুরে রেল লাইন ভাঙ্গা দেখে লাল ওড়নার নিশানা ওড়িয়ে ট্রেন থামিয়ে দিলেন স্থানীয় নারীরা।

শনিবার সকালে উপজেলার আব্দলপুর—ঈশ্বরদী রেল পথের বিষ্ণপুর এলকায় এই ঘটনা ঘটে। এতে করে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইন ভাঙ্গা দেখতে পেয়ে আজিমনগর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি লাল ওড়না উড়িয়ে থামিয়ে দেন স্থানীয় নারীরা। এসময় রেল লাইনে লাল ওড়না উড়ানো দেখে ট্রেনের চালক ট্রেনটিকে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

এবিষয়ে লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন,আমরা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে পিডাব্লিউকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রুটিপুর্ন জায়গাটি মেরামত করে দিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Check Also

সড়ক দুর্ঘটনা ছবি

লালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ কিশোর নিহত

নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে ৩কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *