নাটোর: বর্ধিত ভ্যাট প্রত্যাহার করায় সরকারকে ধণ্যবাদ জানিয়ে মিষ্টান্ন শিল্পে পূর্বের ৫শতাংশ ভ্যাটকে ৩ শতাংশ করার দাবী জানিয়েছেন নাটোরের হোটেল রেস্তোরা মালিক সমিতি। এরআগে বর্ধিত ১৫শতাংশ ভ্যাট ও ১০শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন কর্মসূচি চলাকালিন সময়ে সরকার বর্ধিত ভ্যাট প্রত্যাহার করায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা।
এরআগে বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি নাটোর শাখার আয়োজনে দুপুরে শহরের কানাইখালি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে জেলার ১০৬টি রেস্তোর মালিক সমিতির শ্রমিক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি নাটোর শাখার সাধারণ সম্পাদক পরিমল ঘোষ সহ বিভিন্ন রেস্তোরা মালিকরা।
বক্তারা বলেন, সম্প্রতি এনবিআর মিষ্টান্ন সহ ৪৩টি পণ্যের ওপর ৫শতাংশের জায়গায় ১৫শতাংশ ভ্যাট বৃদ্ধি এবং সম্পূরক শুল্ক ১০শতাংশ আরোপ করে। এতে করে অতিরিক্ত ভ্যাটের চাপে মিষ্টান্ন শিল্প ধ্বংসের হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সরকার সেটি অনুধাবন করতে পেরে পূর্বের ৫শতাংশ বহাল রাখায় সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে ভ্যাট আদায়ের হার বৃদ্ধির পাশাপাশি এ শিল্পকে রক্ষার জন্য ৫শতাংশের জায়গায় ৩শতাংশ ভ্যাট আরোপের দাবী জানান হোটেল রেস্তোরা মালিক সমিতি।
বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি নাটোর শাখার সাধারণ সম্পাদক পরিমল ঘোষ বলেন, এনবিআর অতিরিক্ত ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে মিষ্টান্ন শিল্পে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। সরকার বর্ধিত ভ্যাট প্রত্যাহার করায় আমরা ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে ৫শতাংশের জায়গায় যদি এনবিআর ৩শতাংশ ভ্যাট আরোপ করে তাহলে ভ্যাট দেওয়ার প্রবনতাও বৃদ্ধি পাবে। আশা করি সরকার সে দৃষ্টিও রাখবে।