লালপুরে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোরের লালপুরের গোপালপুরে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মুনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১ দিকে লালপুরে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে তাকে  গুলি করে হত্যা করা হয়।

নিহত মনজুর রহমান মঞ্জু বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে অজ্ঞাত নামা তিনটি মোটরসাইকেলে চার পাঁচ জন এসে মনজুর মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ। তিনি জানান,  ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধার করেছে। কারা এই ঘটনার সাথে জড়িত তাদের বের করার চেষ্টা চলছে।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *