শেখ হাসিনার ছবি ও ভিডিও দেখালে টিভি ও পত্রিকা পুড়িয়ে দেওয়া হবে-দুলু

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনার বিচারদাবীতে নাটোরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির। দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলটির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে দুলু বলেন, গণহত্যার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা হলে আওয়ামীলীগকে কেন নিষিদ্ধ করা হবে না। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। এজন্য গণহত্যার দায়ের তার বিচার দাবী করছি।

এসময় দুলু বলেন, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা নিষিদ্ধ ছিল, তাহলে গণহত্যাকারী শেখ হাসিনার ছবি ও ভিডিও কোন টিভি চ্যানেল বা পত্রিকা প্রকাশ করে, তাহলে সেই টিভি চ্যানেল ও পত্রিকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *