সাজেকে ট্রাক খাদেঃ ৯ নির্মাণ শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির সাজেকে সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে ৯ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
আজ সন্ধ্যা ছয়টার দিকে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

রাঙামাটি বাঘাইছড়ি-সাজেক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী জানান, সর্বশেষ রাত পৌণে এগারোটা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মোট ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে ৪ জন মারা গেছেন। আহত আরও ৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু দুর্ঘটনস্থল থেকে পুলিশ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় পড়া শ্রমিকরা ১০৩৬ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন সীমান্ত সড়কের বাঘাইছড়ি সাজেকের উদয়পুর অংশে কাজ করছিলেন। সড়কটি নির্মাণ কাজ করছে সেনাবাহিনীর ২০ ইসিবি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছেন।তবে দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় দ্রুত উদ্ধার ও হাসপাতালে পাঠাতে বিলম্ব হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছোতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে।
তবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, সড়ক দুর্ঘটনায় আহদের চিকিৎসায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। তবে তাদের নাম পরিচয় জান।

Check Also

থানচি সীমান্ত সড়কের গাড়ী লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি।

থানচি উপজেলার সীমান্ত সড়কে ৮কিলোনামক এলাকায় গাড়ী লক্ষ্য করে পর পর ৭ রাউন্ড গুলি ছুড়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *