সিংড়ায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

অবৈধভাবে বানার বাধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানি প্রবাহে বাধাগ্রস্ত করার অভিযোগে নাটোরের সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ বিএনপির ৮ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বাদী হয়ে থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলী ব্রীজ এলাকায় অবৈধ ভাবে বানার বাধ দিয়ে মাছ শিকার এবং চলনবিলের পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করে আসছিলেন বিএনপির নেতা-কর্মীরা।

পরে সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে সিংড়া মৎস্য বিভাগ। এসময় অবৈধ বানার বাধ অপসারণ করে বিএনপির ৮ নেতাকর্মীর নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ সালের ৫ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়াও বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে কয়েকজন অবৈধভাবে বানার বাধ দিয়ে মাছ শিকার করে আসছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছি এবং ৮ জনের নামে মামলা দায়ের করেছি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *