নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য অভিনব উদ্যোগ হিসেবে ‘১ টাকায় স্বাস্থ্যসেবা’ কর্মসূচির আয়োজন করেছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি।
শনিবার (২৮ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে সহযোগিতায় ছিলো স্বাস্থ্য বিভাগ, নাটোর এবং লজিস্টিক সাপোর্ট হিসেবে ছিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া দিনব্যাপী এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম শেখ।
চিকিৎসা নিতে আসা একজন রোগী রহিমা বেগম বলেন, কয়েকদিন ধরে পা ব্যথায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে।
আরেক রোগী ওসমান গণী বলেন, দীর্ঘদিন ধরে চর্মরোগ সমস্যায় আছি। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে ১টাকায় ডাক্তার দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে।
নাটোর স্বার্থ রক্ষা কমিটি’র সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ মুক্তাদির আরেফীন। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
শেখ রিফাদ মাহমুদ বলেন, “প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে নাটোরের অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।”
ক্যাম্প কর্মসূচীর দায়িত্বে থাকা কমিটির যুগ্ম আহ্বায়ক ইফতেখার সরকার শাওন জানান, “প্রত্যন্ত গ্রামীণ জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছানোর উদ্দেশ্যে “১ টাকায় স্বাস্থ্যসেবা” কর্মসূচি চালু করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।”
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
উল্লেখ্য, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে ‘কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণিপেশার একত্রিত জোট।