
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগে আবুল কাশেম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার নগর ইউনিয়নে কুমারখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম (৩৫) নগর ইউনিয়নে কুমারখালী গ্রামের মোঃ হাসেম আলী ছেলে ।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত ৮ জুলাই কাসেম আলীর দোকানের সামনে দিয়ে তার মাকে খুঁজতে পাশেই তার খালার বাড়িতে যাচ্ছিলো শিশুটি। এসময় শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশেই একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আবুল কাসেম। এই শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে পালিয়ে যায় সে। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আবুল কাসেমকে গ্রেফতার করে পুলিশ।
