চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম ২০ দল লড়বে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সেই বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্ত-রিশাদরা।
আগামী ৩ মে থেকে রোডেশিয়ানদের বিপক্ষে শুরু হওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্বাভাবিক ভাবেই নাজমুল হোসেন শান্তই অধিনায়ক হিসেবে থাকছেন। প্রস্তুতি ক্যাম্পের এই স্কোয়াডে সম্ভাব্য সকল খেলোয়াড়কেই ডাকা হয়েছে। ডিপিএলে দারুণ খেলা ওপেনার পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে। বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা পেয়েছেন প্রাথমিক এই স্কোয়াডে।