নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা হবে ২০২৫ সালে। নতুন শিক্ষাক্রমের পাবরিক পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। এজন্য এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

সেই কমিটি এসএসসিতে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করেছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- লিখিত মূল্যায়ন ৫০ শতাংশ আর কার্যক্রমভিত্তিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ। এই পাবলিক পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। পরীক্ষা হবে মোট পাঁচ ঘণ্টার।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘২০২৫ এর দশম শ্রেণি শেষে পাবলিক মূল্যায়ন বা পরীক্ষা’-সংক্রান্ত প্রতিবেদন এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে।

গত সোমবার (২২ এপ্রিল) মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিবিতে একটি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কমিটি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

Check Also

নিরাপদ সড়কের দাবিতে উত্তাল চুয়েট

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *