তৃষ্ণার্ত কৃষি শ্রমিকের পাশে ইউএনও ও পরিবেশ কর্মীরা

শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত সিংড়ার চলনবিলে বোরো ধান কর্তন উৎসব পালন করা হয়েছে। একই সঙ্গে বিলের তৃষ্ণার্ত কৃষক ও কৃষি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

তাপদাহ উপেক্ষা করে শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করছে সংগঠনটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে চলনবিলের পেট্রোল বাংলা পয়েন্ট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইফতেখারুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় চলনবিলেও কঠিন তাপদাহ বিরাজ করছে। এই তাপদাহে বিলের কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছেন সংগঠনটির সদস্যরা। প্রথম দিনেই সাত শতাধিক কৃষি শ্রমিকের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়েছে। এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Check Also

সিংড়ায় খেলার মাঠ, পার্ক ও উন্মুক্তস্থানের জন্য বাজেট বরাদ্দ রাখতে আলোচনা সভা

নাটোর: সিংড়া পৌরসভায় আসন্ন বাজেটে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *