গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

বিজ্ঞান ইউনিটের মাধ্যমে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজ। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই দিনে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।

মানবিকের ইউনিট ‘বি’ এর ভর্তি পরীক্ষা হবে আগামী ৩ মে (শুক্রবার)। এবং ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিট-বাণিজ্য’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইতোমধ্যে ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে চলমান তাপপ্রবাহে পরীক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তাপপ্রবাহের মধ্যে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে সব বিশ্ববিদ্যালয়কে।

Check Also

পরীক্ষা দিতে এসে স্কুলছাত্রী অপহৃত

রাজশাহীর দুর্গাপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বিদ্যালয়ের সামনের সড়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *