আন্তর্জাতিক মানের কোচ তৈরিতে হ্যান্ডবল কোচিং কোর্স

আন্তর্জাতিক মানের কোচ হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের হ্যান্ডবল কোচদের। সঠিক দিকনির্দেশনা পেলে দেশে-বিদেশে সুনাম বয়ে আনতে পারবেন তারা, এমনটাই মনে করেন মিশরের কোচ আব্দেল কাদের হাসান হাম্মোদা।

দেশের ক্রিকেট কিংবা ফুটবলের মত অতটা আলোচনায় থাকে না হ্যান্ডবল। তারপরও ঘরোয়া কিংবা স্কুল পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে থাকে ফেডারেশনটি। তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণে খুব একটা ব্যয় করার নজির নেই হ্যান্ডবল ফেডারেশনের।

দেশে আন্তজার্তিক মানের কোচ আছেন হাতেগোনা কয়েকজন। সে জায়গায় নিজেদের শক্তিশালী করতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবার কোচদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে দেশের ফেডারেশনের।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোচ কামরুল ইসলাম কিরন বলেন, ‘এইটার মেইন অর্গানাইজার আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন। আমরা এখানে লোকাল অর্গানাইজার। এখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদের সার্টিফিকেট দিবে আইএইচএফ। ৪ লাখ টাকার মতো একটা বাজেট দেওয়া হয়েছে।’

Check Also

রাতে মাঠে নামবে চেন্নাই, একাদশে থাকবেন তো মোস্তাফিজ

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খারাপ করেননি মোস্তাফিজুর রহমান। অফফর্মে থাকার পর চেন্নাই যে তার ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *