ইনজুরির কারণে চলতি মৌসুমে মাঠের বাইরে থাকবেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এমনকি তাকে নাও দেখা যেতে পারে আসন্ন কোপা আমেরিকায়।
অনেকদিন ধরেই কুঁচকির চোটে ভুগছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অস্ত্রোপচারের পর এ তথ্য নিশ্চিত করে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো বাকি ৬ ম্যাচ। তবে সেগুলোতে খেলতে পারছেন না তিনি। এছাড়া জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা খেলাটাও অনেকটাই অনিশ্চিত ২৩ বছর বয়সি এই ফুটবলারের।
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করায় গেল বছর পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে ফার্নান্দেজকে কিনে নেয় চেলসি। আপাতত চেলসির মেডিকেল বিভাগে পুনর্বাসন প্রক্রিয়া চলবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের।