নাটোর: উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন পণ্যের সাথে পরিচিতি করতে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে দিন ব্যাপী রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন।
সকালে স্থানীয় অনিমা চৌধুরি অডিটোরিয়ামে বিভাগীয় এই আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সভাপতি ইকবাল বাহার জাহিদ এবং নাটোর নবাব সিরাজ-উদ্- দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম।
এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় গোপালভোগ, কাটিমন, খিরসাপাত সহ বিভিন্ন জাতের আম প্রর্দশনীর পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারা তাদের হাতে তৈরী পণ্যের পসরা সাজান। এবারের আয়োজনে রাজশাহী বিভাগের অন্তত ৬’শ উদ্যোক্তা অংশগ্রহন করেন। পরে স্থানীয় উদ্যোক্তারা তাদের সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশে কিভাবে ব্যবসা প্রসার করা যায় তা নিয়ে আলোচনা করেন।