নাটোর সার্কিট হাউসের ভিআইপি কক্ষে আগুন

নাটোর সার্কিট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে তৃতীয় তলার ভিআইপি কক্ষ-১ পুরে ছাই হয়ে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৮জুন) ভোর চারটার দিকে নাটোর সার্কিট হাউসে এই ঘটনা ঘটে।

তবে বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপনীয় রাখা হয়। অগ্নিকাণ্ডে কি কি ক্ষতি হয়েছে, সেবিষয়েও কোন তথ্য দিতে অস্বৃকীতি জানায় তারা।’

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেয়। কয়েক মিনিটের ভেতর সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ওই রুমের জানালাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেন এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

এবিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, গণপূর্ত বিভাগ ঠিকাদারের মাধ্যমে কক্ষটি সংস্কারের কাজ করাচ্ছিলেন। কিভাবে আগুন লাগলো সেটা আমরা তদন্ত করে দেখছি।

Check Also

পরিবর্তণ হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

কাট-ছাঁট হতে পারে চলতি অর্থবছরের বাজেট ৫, ১০ ও ২০ টাকার নোট দ্রুত পরিবর্তনের ব্যবস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *