নাটোরে তৃতীয় পর্যায়ে নারী ফ্রিলান্সার প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।তিনটি বিষয়ে সদর উপজেলার ৮০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।তিনটি বিষয়ে চারটি ব্যাচের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচী চলবে।
বুধবার(১০ জুলাই) দুপুরে জেলার শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারি প্রোগ্রামার শাহাদাত হোসেন।আজ বৃহস্পতিবার থেকে এ প্রশিক্ষণ পূর্ণাঙ্গভাবে শুরু হবে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইজএপ ল্যাবের পরিচালক মশিউর রহমান, প্রজেক্ট ম্যানেজার মো: আশরাফুল আলম, শেখ কামাল আইটির শরিফুল ইসলাম, প্রশিক্ষক মাহমুদ হাসান, শহিদুল ইসলাম,জাহিদুল হাসান তানভীর, সুমন আলী, মুকুল কুমার প্রমুখ।
জেলা প্রোগ্রামার শাহাদত হোসেন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন গৃহীত নারী ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের তৃতীয় পর্যায়ের নারী ফ্রিলান্সার প্রশিক্ষণে ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শুরু হল।নারীরা যাতে প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাই উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।