নাটোর পৌরসভার সামনে বিএনপি সমর্থিত সাবেক কাউন্সিলর ও দলের নেতা কর্মিরা অবস্থান নেওয়ায় পৌর ভবনে প্রবেশ করতে পারেনি পৌর মেয়র ও কাউন্সিলররা। এতে বন্ধ রয়েছে সকল নাগরিক সেবা। দুর্ভোগে পড়েছেন সাধারণ নাগরিকরা।
আজ সকাল ১০টার পর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা নাসিম খান, সাজ্জাদ হোসেন সোহাগ,ছদরুল ইসলাম ডাম্বেল,ফরহাদ হোসেনের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা নাটোর পৌরসভার প্রধান ফটকের বাইরে অবস্থান নেয়।এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে মেয়র বা কোন কাউন্সিলরকে পৌরসভায় প্রবেশ করতে দেখা যায়নি।
এছাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারির কক্ষ তালা ঝুলতে দেখা গেছে।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান,পৌরসভায় প্রবেশের পরিবেশ না থাকায় তিনি স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে বাসায় অবস্থান করছেন।
এছাড়া নাটোর সদর উপজেলা পরিষদসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সামনে বিএনপি সমর্থিত নেতা কর্মীরা অবস্থান নেওয়ায একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।