সিংড়ার সব ইউপিতে প্রশাসক চায় বিএনপি

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাঝে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই অবৈধ সরকারের অবৈধ জনপ্রতিনিধি ও লুটেরাদের কোন পরিষদে স্থান নেই। দ্রতই ইউপি চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিতে হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে মুক্ত মঞ্চে স্থানীয় বিএনপি আয়োজিত উপজেলার ইউনিয়ন পরিষদের আ’লীগের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে সিংড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক ইটালী ইউপি চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফী, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, নাটোর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদৎ হোসেন মিন্টু প্রমূখ।

Check Also

এবার নিজ উপজেলায় মামলা খেলেন পলক

এবার নিজ উপজেলায় মামলা খেলেন পলক নাটোর-৩ (সিংড়া) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিতন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *