ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদ এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন।
দুপুরে শহরের কানাইখালি এলাকায় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কানাইখালি এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিয়মনীতি ভঙ্গ করে ভারতের উগ্রবাদীরা আগরতলার উপ-হাইকমিশনে হামলা করেছে। তারা এই হামলার মাধ্যমে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের ওপর আঘাত এনেছে। ভারত শুধু হামলার জন্য দু:খ প্রকাশ করেছে, কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
এসময় ভারতীয় টিভি চ্যানেল ও সকল ধরনের পণ্য বর্জনের ঘোষনা দেওয়া হয়।