ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রমজান মাসে কিছু সংখ্যক এজেন্সি ওমরা হজ্জের টিকিট সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে চারগুণ বেশি মূল্য নেয়। তবে এই সিন্ডিকেট ভাঙ্গার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইন শৃংঙ্খলা বাহিনী কাজ করছে। তাছাড়া টিকিট সিন্ডিকেট ভাঙ্গতে আমরা নতুন একটি নিয়ম চালু করেছি। কোন এজেন্সি ৩দিনের বেশি টিকিট বুকিং দিতে পারবে না। নিদ্দিষ্ট সময়ের মধ্যে টিকিট ক্রয় না করলে অটোমেটিক বাতিল হয়ে যাবে।
আজ রবিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সুশাসন প্রতিষ্টায় কাজ করে যাচ্ছে। যে কোন দুর্নীতির বিষয়ে সরকার সজাগ রয়েছে। পাশাপাশি ২০১৮সালে যারা অবৈধ ভোট করেছিল, সে সব ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কেউ যেন সাম্প্রদায়িক শক্তি বিনিষ্ট করতে না পারে সেজন্য বর্তমান সরকার সজাগ রয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিটি জেলা উপজেলায় একটি মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দের নির্মান প্রকল্পের পরিচালক ফেরদৌস রহমান’ পুলিশ সুপার আমজাদ সহ অন্যাননো।
প্রতিটি জেলা উপজেলায় একটি মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দের নির্মান প্রকল্পের আওতায় ১৩কোটি ৫০লাখ ব্যায়ে মডেল মসজিদটি নির্মান করা হয়। পরে ধর্ম উপদেষ্টা জেলার লালপুর উপজেলায় আরেকটি মডেল মসজিদের উদ্বোধন করেন।