উপজেলা ভোট: একদিনে বহিস্কার ৭৩

আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে। সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল ও অঙ্গসংগঠনের ৭৩ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে গতকাল শুক্রবার বহিষ্কার করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

গত ৭ জানুয়ারি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ প্রায় ৬৩টি রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি।

গত ১৫ এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই মর্মে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তৃণমূলে এমন বার্তাও দেওয়া হয়। তবুও বিএনপির অনেক নেতাকর্মী উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রথম ধাপে ৩৮ জন এবং দ্বিতীয় পর্বে ৩৫ জন নেতা প্রার্থী হয়েছেন।

Check Also

সাজেকে ট্রাক খাদেঃ ৯ নির্মাণ শ্রমিক নিহত

রাঙামাটি প্রতিনিধি রাঙামাটির সাজেকে সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে ৯ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *