জয় বাংলা

“শেখ হাসিনা আবার ফিরবে” স্লোগান দিয়ে মিছিল!

নাটোরের নলডাঙ্গায় হঠাৎ “শেখ হাসিনা আবার ফিরবে”স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের হাজিপাড়া আবুল মৃৃধার বাড়ির সামনে দিয়ে মিছিলটি গাড়ী নিয়ে দ্রুত ব্রহ্মপুরের দিকে চলে যায়। তবে কারা এসব স্লোগান দিয়েছেন, তা কেউ দেখেননি।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম,গ্রাম পুলিশ নাজমুল হাসান জানান,রাতের আঁধারে কে বা কাহারা মোটর সাইকেল নিয়ে স্লোগান দিয়েছে। তবে কারা এসব স্লোগান দিয়েছেন,তা কেউ দেখেননি।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লা আল বাকী সুমন বলেন, স্লোগান দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি জানার পর তাদের খোঁজ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জল রহমান বলেন, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকেরা রাতের বেলায় এসব স্লোগান দিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে। প্রসাশনের কাছে দাবি তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন,যারা রাতের আধারে এ কাজ করেছেন,খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলা মাধনগর বাজার,মাধনগর ডিগ্রী কলেজ,এস,আই উচ্চ বিদ্যালয়,বাজারের প্রবেশ মুখে,বাজেহালতি ব্রীজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে “জয়বাংলা”স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকায় ভবনের দেয়ালে লাল,কালো কালিতে এসব লেখা হয়। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাজেহালতি ব্রীজ,বিভিন্ন প্রতিষ্টানের দেয়ালে লাল,কালো কালিতে লেখা চোখে পড়ে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে লাল,কালো কালিতে জয়বাংলা স্লোগান লেখা দেখা যায়। বিষয়টি জানা জানির পরে শনিবার দুপুরেই দেয়ালে দেয়ালে জয়বাংলা স্লোগান কালো কালি দিয়ে মুছে দিয়েছে,মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। সম্প্রতি দেয়াল লিখন ও স্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে এলো।

Check Also

Singra thana

সিংড়ায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত

নাটোর: নাটোরের সিংড়ায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছে। রবিবার বিকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *