নাটোর মানচিত্র

বড়াইগ্রামে যুবদল নেতার বাড়িতে ডাকাতি: ১০ভরি স্বর্ণ ও ৬লাখ টাকা লুট

বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে যুবদল নেতা শরিফুল ইসলাম সুজন সরকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত্রি আনুমানিক ৩ টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম সুজন উপজেলার গোপালপুর ইউনিয়নের, গোপালপুর সরকারপাড়া গ্রামে সরকার ফায়ার মিলের মালিক আবু বক্কর সরকারের ছেলে। এসময় আলমারি এবং লকার খুলে ৬ লাখ ৪০ হাজার নগদ টাকা এবং দশ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ।

এ বিষয়ে শরিফুল ইসলাম সুজন জানান, গভীর রাতে তার বাড়ির প্রাচীর টপকিয়ে প্রথমে একজন ভিতরে প্রবেশ করে সে মেইনগেট খুলে দিলে বাকি ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে। ৬ থেকে ৭ জন ডাকার দলের সদস্যরা প্রবেশ করার পর জানালার গিরিল কেটে সয়ন কক্ষে প্রবেশ করে, ভিতরে ঢোকার পর দেশীয় অস্ত্রশস্ত্র ধরে হাত-পা বেঁধে রেখে। এসময় আলমারি এবং লকার খুলে ৬ লাখ ৪০ হাজার নগদ টাকা এবং দশ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ডাকাতির ঘটনা জানার পরে আমরা সরে জমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ডাকাত সদস্যদের আটকের চেষ্টা চলছে।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *