ট্রাক্টরে কেড়ে নিল দু’প্রাণ

নাটোরে পৃথক ঘটনায় ধানবাহী ও মাটিবহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্কুল ছাত্র আরমান আলী সহ দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২জন ধানকাটা শ্রমিক।

সোমবার রাতে জেলার গুরুদাসপুরে এবং মঙ্গলবার সকালে সিংড়ায় পৃথক দুটি ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, আরমান আলী (১৫)। সে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার গোলাম মোস্তফার ছেলে ও সিংড়া দমদমা পাইলট হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং বাদল প্রামাণিক (৩০)। সে সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে।

নিহত এলাকাবাসীরা জানায়,, মঙ্গলবার সকালে শখ করে মামার ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বহন করতে যায় আরমান। এসময় ধান বোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ট্রাক্টর থেকে ছিটকে গিয়ে নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যায় আরমান। এ সময় ৩ জন ধানকাটা শ্রমিকও আহত হন।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ধান বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপরদিকে, নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের কাজে ব্যবহৃত মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩০) নামের আরেক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দূর্ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহনকরে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। সোমবার মাটিবাহি একটি ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিক। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরিত দিক থেকে আসা মাটিবাহি অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পরেন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।

Check Also

এবার নিজ উপজেলায় মামলা খেলেন পলক

এবার নিজ উপজেলায় মামলা খেলেন পলক নাটোর-৩ (সিংড়া) আসন থেকে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিতন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *